আদিম চোখে দেখি বিশ্ব

ম্যানিব্যাগে লুকিয়ে রাখা টাকার মতো করেই
দুঃখগুলো লুকিয়ে ফেলেছি বুকপাঁজরে।
সুখের চিড়িয়াখানায় সযতনে পুষে বড় করছি
দুর্ভিক্ষের ক্ষুধার্ত হায়েনা
ভুল করে ডাঙায় উঠে আসা অস্থির মাছের মতোই
অস্থিত্বের ভাঙ্গা আয়নায় দেখছি নিষ্ঠুর জীবনের ছবি।
অসহ্য পৃথিবীতে কোমায় চলে যাওয়া নিদ্রার দেবী
গলা কাটা মোরগের মতো মিছে পালাবার পথ খোঁজে।
প্রার্থীত শীতল জলে সব পঙ্কিলতা ধুয়ে দেব বলে
গঙ্গায় গিয়ে দেখি জারজ সন্তানের লাশ ভাসছে।
অথচ তোমরা সবাই জাত গেল, ধর্ম গেল বলে চিৎকার করছো।

0 মন্তব্যসমূহ