বদলে যাওয়া

প্রাচীন রাগিনীর সুরে সর্বহারা সংশয়েতুমি কার সনে কথা বলো হে যুবককার বুকে রাখ মাথানষ্ট সময়ের যুগল হাতছানি আর অদ্ভুত নাগরিক আত্মধ্যানেনারীর ভালোবাসা আজ বহুমাত্রিক সংস্কৃতিতে আবদ্ধ
ঋজু পাঠে মগ্ন কবিতারা বিড়ম্বিত চাপা নিশ্বাসেহতাশার ঢেউ তোলে হৃদয় মাঝেবোধের সিঁড়ি বেয়ে জৈবিক প্রলোভনে পড়েআবক্ষ জলে নেমে ভুলের নামতা পড়ে কুমারী মেয়ে
তবু আমি বলি যুবক,কোজাগরী পূর্ণিমা রাতে এমন স্বপ্ন দেখা ধৃষ্টতা নয়শুধু পুরাতন মোড়ক বিসর্জন দিয়ে নতুন মোড়কে আবদ্ধ হও

0 মন্তব্যসমূহ