ধূসর কবিতা

একদিন জল জোছনার পাখি হবো
তোর আদরের খাঁচা ছেড়ে চলে যাব জোছনার জলে নাইতে
জমে থাকা শীতল কষ্টের দহনে অশ্রুশূন্য হবো
বিষাদের আদিগন্ত সমুদ্রে স্নান করে অরণ্যবালার কাছে বিক্রি করে দিব ভাল লাগার আবেশ।
নির্মিলিত চক্ষু মেলে আকাশ নীলে বেদনার বীজ দিবো ছড়িয়ে
দূরাশার তরী পাড়ি দিয়ে ক্ষুধার্ত শঙ্খচিল খুঁটে খাবে সব কষ্টের প্রহর।
বর্বর অথচ বাস্তব বৈশাখী ঝড়ে ব্যথাভরা যখন বিবস্ত্র বসন্ত
তখন সদ্যোজাত কষ্টগুলো রক্তাভ বীজ বপন করে চলছে হৃদয়ে।
স্বপ্নের রুপালী স্রোত মিশে যাচ্ছে বুড়িগঙ্গার জলে।

0 মন্তব্যসমূহ