দুটি কবিতা


(১) 

ধ্যানমগ্ন রাতে আর কেউ জেগে নেই শুধু আমি আর আকাশের তারা ছাড়া 
নক্ষত্রের রাতে ঘুমোতে যাবে বলে পণ করেছিল খেরো খাতার কবিতারা 
স্বপ্ন খসা মেঘের ভুলের জন্য তাদের জেগে থাকতে হচ্ছে আজও 
ঠিক যেভাবে তোমার ভুলের জন্য জেগে আছি আমি।   

বহু দিন ধরে হাওয়া খাই না বলে ব্যর্থতার গ্লানিতে 
খচ খচ শব্দে নড়ে ওঠে বুকের ভিতরের অমসৃন ক্ষত 
ঠুনকো আঘাতে বিশ্বাসের পাহাড়ে ধরেছে ফাটল 
অচেনা সংবাদ বাহক কষ্টের খবর ফেরি করে সদর দরজায়।   

(২) 

প্রেম নয় এখন আগুন নিয়ে খেলি দক্ষ বাজিকরের মতো 
চাঁদের পিরিচে ধরে রাখি অবিশ্বাসের ছাই চাপা ইতিহাস, 
মৃত্যু উপত্যকায় হেঁটে বেড়াই প্রবল আত্মবিশ্বাসে  
ভরা অষ্টমীর চাঁদ যার জন্য নিষিদ্ধ তার মরণ নেই।   

যৌবন লুপ্ত হওয়ার আগেই তুমি ফিরে এসো 
নয়তো চোখের কোণজুড়ে দেখা দিবে অযাচিত করুণার জল 
কোজাগরী চাঁদ ছড়িয়ে দিবে বেদনার মাতাল আলো 
অন্যের বুক পকেটে চলে যাবে সুখের আবেশ।

0 মন্তব্যসমূহ