যে ভাবে বেঁচে থাকা হয়

সমুদ্রের তীক্ষ্নধারা জলের মতোই বিষণ্ন বেদনায় অণুক্ষণ ভিজে ভিজে
তোমাদের শহরের নাগরিক কোলাহল আর বিক্ষোভের ভীড়ে
বেদনায় নীল হয়ে গেছে ভালোবাসা।
অনুভূতির ভুল জোছনায় ডুব দিয়ে বুক পকেটে পুরেছি বিষ
বিকেলের রোদ মনে করে গোগ্রাসে গিলেছি রাতের আঁধার
শ্মশানেরবুকজুড়েতাইউঠেছেএখনদীর্ঘশ্বাসেরঝড়।

কষ্টের নোনাজলে হারিয়ে যেতে বসেছে শব্দহীন ভাষাগুলো
তোমার স্ফীত বুকে জুড়ে দেখা দিচ্ছে শহুরে ক্ষুধার্ত কুকুরের নগ্ন পায়ের ছাপ।
ডাস্টবিনে রাখা মিথ্যা ধোঁয়ার চুম্বনে আঁকা স্বপ্নগুলোয় মরীচা পড়েছে এখন
অসহায় নাগরিকের বেঁচে থাকার আশা মুখ থুবড়ে পড়ে আছে পচে যাওয়া সভ্যতার জলাশয়ে।
যুগের তালে নয় নাগরিক আবহাওয়ায় ভেসে আসা নেড়ি কুত্তার সাথে
আবর্জনার স্তূপে বর্জ্য খুঁজে খায় আধুনিক সভ্যতার একুশ শতকের প্রতীক কিশোর।

ভুল করে ডাঙ্গায় উঠে আসা মাছদের মতোই বেঁচে থাকার তাগিদে
শেষ অবলম্বন হিসেবে পকেটে রাখা বিষগুলো তাই নিমেষে চালান করে দিই পেটে।

0 মন্তব্যসমূহ