তবুও অপেক্ষায় থাকা

সময়ের সাথে পাল্লা দিয়ে ইদানিং মন খারাপ হয় আমারও
সুন্দর বিকেল মাটি হয়ে যায় শূন্য বারান্দা দেখে
কষ্টের অনুভূতিগুলো নীল অক্ষরে সাজাই মন খারাপের আকাশে।
বাউন্ডুলে মেঘের বাতাসে একলা উড়াই রঙিন ঘুড়ি
ডাক পিয়নের চোখে খুঁজি না পাওয়া চিঠি
ছেঁড়া পালের নৌকা ভাসাই উন্মাতাল সাগরে
স্বপ্নের বীজ বপন করেছি যখন ভুল বাগানে।

ফেঁপে ওঠা ভালোবাসার টুটি চেপে ধরতে চায় আঁধারের রাত
তবুও অধীর অপেক্ষায় থাকা কবি বেহালার ছেঁড়া তারে তুলে আনে সুরের ঝঙ্কার।

0 মন্তব্যসমূহ