বিবেক

সময়ের হিংস্র হাতছানিতে ইদানিং নাকি কেউ কেউ
বুভুক্ষু জংলী মানব হয়
কুলুঙ্গিতে সযতনে রাখা পরের সুখ খায় সর্বভূক প্রাণীর মতো।
অথচ আগুনের ভিতর থেকে তুমি আগুনের সাথে মশকরা করো
যদিও তুমি আগুনের ভয়ংকর রূপ দেখ নাই।
নরকের উত্তাপে তোমার অবৈধ ক্ষমতার মসনদ একদিন
হলুদ পাতার মতো ঝরে যাবে।
আজকাল নোনাজল হয়ে ঝরে পড়ে মানবিক বোধ
হায়েনার উল্লাসে কপাল পুড়ে যায় মূসাফিরের।
তবুও জাগে না মানুষের বিবেক।

0 মন্তব্যসমূহ