কষ্টখেকো মানব

খুব ছোট বেলায় হাটতে গিয়ে আছাড় খেয়েছি
পড়ার জন্য মায়ের মিষ্টি বকুনি খেয়েছি
প্রেম করে ধরা খেয়ে বাবার হাতের মার খেয়েছি
চোখ রাঙানি শাসন খেয়েছি
পিঠাপুলি, পান্তা, পায়েস আয়েশ করে খুব খেয়েছি।

এবার ভাবছি সর্বভূক প্রাণী হয়ে বুক ছিড়ে কষ্ট খাবো।
লাল,নীল,সবুজ হলুদ হরেক রকম কষ্ট খাবো
স্মৃতির মাঝে কেঁদে ওঠা অতি বিষন্ন ভাঙ্গা চোরা কষ্টগুলো
শূন্য বুকের উঠোন জুড়ে বয়ে যাওয়া মরুভূমির ঝড়ো হাওয়ার কষ্টগুলো
সবগুলো খেয়ে সাবাড় করে স্বপ্নগুলো জোড়া দিবো।
এবার আমি কষ্টখেকো মানব হবো।

0 মন্তব্যসমূহ