সহজ-সরল মানুষগুলো

আমরা কি আর এতো বুঝি ভাই
সহজ-সরল মানুষ,
সরল বিশ্বাসে গরল খাই
ধোঁকা খাই প্রতারণায় পড়ে।
তারপরেও সোজা হয়ে দাঁড়িয়ে যাই
আবার চলবো বলে
এভাবেই তো চলছে জীবন
গাড়ির চাকার মতো করে।

প্রতিবারেই বিশ্বাস খাই
গলাবাজির জোরে
ক্ষমতায় গিয়ে তারা
পাছায় লাথি মারে।
ভোটের আগে ফকির হয়ে
হাত পাতে দুয়ারে
ভোটের পরে তারাই দেখি
পাজেরো নিয়ে রাজপথে ঘোরে।

গলাবাজি, চামচামী আর সন্ত্রাসীদের ভিড়ে
সহজ-সরল মানুষগুলো যাচ্ছে দূরে সরে।

0 মন্তব্যসমূহ