আমার ত্রিকাল দর্শন

জন্মান্তরের বাঁধন কেটে গেছে বলে
আমার নিজস্ব কোন অতীত নেই
আত্মদহনে পুড়িয়ে এসেছি শ্মশান ঘাটে,
অবেলার অতিথির মতো ঝুলে থাকা বর্তমান নিয়ে
কষ্টের ফেরিওয়ালা সাজি বিশ্বাসের দহনে।
সুখ আর দুঃখের মধ্যে ফারাক খুঁজি দিনপঞ্জিকার পাতায়
বিশ্বাস মরে গেছে বলে নষ্ট কাব্য রচনা করি জলজ মায়ায়
মনের গতিবিধি বুঝা বড়ই দায়
ঘৃনা ভরে প্রত্যাখান করেছি তাই আমার ভবিষ্যত।
যার অতীত ডুবে গেছে অমাবশ্যার মজা পুকুরে বর্তমান হয়েছে ফেরারী
মিছে কি লাভ তার ভবিষ্যৎ ভেবে।

0 মন্তব্যসমূহ