ফেরারী সুখ

ফেরারী বিষন্নতা এবার নির্ভরতার আশ্রয় খুঁজে পাক
চোখবুজে সুখের তালাশ করুক বুকের ভিতর।
বিরহী মনে রাধা-রমন নৃত্য দেখবো বলে
নিকষ অন্ধকার রাতে ধূর্ত চাঁদের জোছনায় খুঁজি মৌনতার মেঘ।
বাউন্ডুলে সুখগুলো যখন বিকিয়েছি কার্তিকের বাজারে
কি লাভ তখন বসন্তের হিসেব কষে।

অপ্রতিরোধ্য যৌবনের বাঁধ ভেঙ্গে নিয়ে যাক রাতের নিস্তব্ধতা
মৌনতার ছেঁড়া মেঘের পালে এবার লাগুক বৈশাখের উদলা হাওয়া।
অতৃপ্ত কপালে আঁকা সিথির সিঁদুর যা পরিণয়ের সাক্ষ্য বহন করে
তা পূব আকাশের রংধনু দেখে পালিয়ে যেতে ব্যস্ত।

মেয়ে, এমন ফেরারী অসম প্রেম কেন আসে জীবনে?

0 মন্তব্যসমূহ