আঁধার জয়ের গল্প

বিকেলের ছায়ার মতোই ধীরে ধীরে দূরে সরে যাচ্ছো তুমি
ঘাসের ওপর পড়ে থাকা মায়া আশ্রয় খুঁজে অনিরাপদ হাওয়ায়
যৌবনের উত্তপ্ততা থেমে গেছে বলে মোমের মতোই বিলীন হয়েছে আবেগ।
এক সময়ের দুর্দান্ত সাহসী প্রেম এখন কানামাছি খেলে মেঘের আড়ালে
স্মৃতির পাতায় চোখ রাখলে আজকাল নিজেকে বড় উটকো লাগে।
কলিতেই যখন নষ্ট করেছে ভালোবাসার ভ্রূণ
তখন বারবনিতা কে আধাঁর জয়ের গল্প শুনিয়ে লাভ নেই।
মানসিক সংঘর্ষে পরাজিত মন মৌলিকত্ব হারিয়ে ফেলেছে অনেক আগেই
পরাজিত হাত তবুও তোমায় বার বার ইশারায় ডাকে।

0 মন্তব্যসমূহ