একটি নারীবাদী কবিতা

আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী মেয়ে
তোমার উপযোগী ধরণী আজও সৃষ্টি হয়নি বলে।
আজও কিছু কুত্তা মানুষ ঘুরছে তোমার পিছে
গায়ের গন্ধ নেবে বলে পাগল হয়ে গেছে।
কথায় কথায় মা-বোন বলে যারা জনসভায় রব তোলে
তারাই দেখিরা ত্রিবেলা বেশ্যালয়ে গমন করে
নীতির গ্রন্থ দেখিয়ে অাবার ঘরের ভিতরে আটকে রাখে।
মৌলবাদের আস্ফালন আর নষ্ট সমাজে নগ্নতার আর্বিভাবে
ধর্ষিত বোন-অবলা মায়ের আকাশ ফাটা চিৎকারে
মেয়ে তুমি বেঁচে আছো রক্তাক্ত এক হৃদয় নিয়ে।

অবহেলার মলিন ধুলো আজও উড়ছে চোখে-মুখে
সম্ভাবনার বিশাল নদী শুকিয়ে যাচ্ছে চিরতরে
বেদনার তুমুল কষ্টে ইচ্ছে গুলো যাচ্ছে মরে।
এবার মুখটি তুলে দাঁড়াও মেয়ে শক্ত হাতে বৈঠা ধরে।

0 মন্তব্যসমূহ