ভালোবাসার গূঢ়তত্ত্ব

জীবনের ডাটা সেন্টারের সমস্ত তথ্য মুছে দিয়ে
বিপুল উৎসাহে তৃষ্ণার্ত ঠোঁটে ধরে রাখি জ্বলন্ত সিগারেট
নিদ্রাহীন অসহ্য রাতগুলো হেঁটে যায় যেন কচ্ছপ গতিতে 
বিবর্ণ ঋতু এসে খুন করে যায় বসন্তের ভোরের আলো।
জরাগ্রস্থ বোধহীন ভালোবাসা খুঁটে খুঁটে খায় জৈবিক সত্ত্বা
পাঁজর বিদীর্ণ করে ভিতরে ঢুকবে বলে প্রস্তুত হতে থাকে যন্ত্রণার কালোছায়া
যদিও হৃদয়ের আটকুটিরে নিষিদ্ধ করে দিয়েছি ভালোবাসার প্রবেশ।
কেননা আমার ভাল থাকার সব উপকরণ
অনেক আগেই বিসর্জন দিয়ে এসেছি গঙ্গার জলে।
দগ্ধ প্রেমিক বিটোফেনের করুণ সুরে আরও পুড়বে বলে
বুকের ভিতরে পুষে রাখে কষ্টের অষ্টপ্রহর।
ভালোবাসার গূঢ়তত্ত্ব খুঁজতে গিয়ে আপন অস্তিত্ব ভুলে ডুবে মরে অলকানন্দার জলে।

0 মন্তব্যসমূহ