মধ্যবিত্তের দিনযাপন

ফর্দিটা হাতে দিয়েই তুমি হলে চুপ
আমার বুকের ভিতর করে ধুকপুক
নামের বাহারী লিস্ট দেখে মাথা যায় ঘুরে
চাল-নুন, তেল-ডাল সবি আনতে হবে।
মেয়ের জামা চাই হাই হিল জুতো
ছেলের প্যান্ট চাই পাঞ্জাবীসহ
নিজের জন্য শাড়ী চাই কাড়ি কাড়ি টাকা
এসব ছাড়া নাকি যায় না আর স্ট্যাটাস মেলা।
মাস শেষ হলেই হার্টবিট বাড়ে
পাওনাদারেরা সব শকুনী চোখে দেখে
মধ্যবিত্তের জ্বালা বোঝে না তো কেউ
দুর্মূল্যের বাজারে লেগেছে আগুনের ঢেউ।
নাভিশ্বাস ওঠে সব ক্রেতা সাধারণে
তাই দেখে ফড়িয়ারা মুচকি হাসি হাসে
গোডাউনে জমা আছে লাভের হিসেব
জনতা মরলে তাতে কিবা যায় আসে।

0 মন্তব্যসমূহ