নীরবতার মাঝেও সুখ থাকে নন্দিনী (পর্ব-১৫)

sad-girl-alone-solitude-150x150
এমন মন খারাপ আমার জন্য নতুন কিছু নয় নন্দিনী
সময়ের স্মৃতি ফ্রেমে বন্দি করে অপূর্ণতার মিছিল নিয়ে পথ চলি।
শুনেছি প্রেমের কাছে সব পরাজিত হয়
সভ্যতার ডানায় ভর করে উড়ে যায় মনুষ্যত্ববোধ
অঘোষিত সংশয়ে থাকার পরেও চোখে-মুখে দেখা দেয় তৃপ্তির রোদ।
অথচ তুমি বোধের বহুমাত্রিক ব্যাখ্যা দাঁড় করিয়ে দেউলিয়া চাঁদ হও
জলের মধ্যে থেকে ভয় দেখাও জলের মাছকে।

এখন তো তোমার দিন ভালই কাটে জানি
শহুরে রাতের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে যাও নিশ্চিন্তে
কচুরিপানার মতো সুখ স্বপ্নে যাও ভেসে ।
সময়ের প্রয়োজনে আবারও ফিরিয়ে আনতে পারবো বলে
মন খারাপের যতো উপাদান বন্ধক রেখেছি পরাজিত ঈশ্বরের কাছে
চাঁদের পিরিচে ধরে রেখেছি পরাশ্রয়ী সুখ।

নন্দিনী, তুমি ভেবেছিলে তোমার বিহনে ভেঙ্গে পড়বে সমকালীন ইচ্ছেরা
ছেঁড়াদ্বীপে ডুবে যাবে ভরা পূর্ণিমার চাঁদ।
অথচ তুমি জানই না নীরবতার মাঝেও এক সমুদ্র সুখ থাকে
হাতের মুঠোয় রাখা ইচ্ছেরা নীরবে সর্বগ্রাসী হয় তামাম অবিশ্বাস গিলে খাবে বলে।

0 মন্তব্যসমূহ