তোমার প্রতীক্ষার অবসান হবে নন্দিনী

sad-girl-alone-solitude-150x150
আমার পথ আর কেউ আটকাতে পারবে না নন্দিনী
তোমার দীর্ঘ প্রতীক্ষার অবসান করে, সাত সমুদ্র তের নদী পেরিয়ে আসছি আমি।
চাতক পাখির মতো করে আর তাকিয়ে থাকতে হবে না পথ পানে
প্রতীক্ষার প্রহর গুনে থাকা তোমার শুষ্ক হৃদয়ে এবার বইবে ফাল্গুনের সুবাতাস
তোমার বাড়ীর আঙিনা জুড়ে উঠবে আবার ঝলমলে শীতের সকালের রোদ
সেই রোদে না হয় উদোম পিঠে বসে একাকার হয়ে যাব প্রকৃতির সাথে মিশে।
আবার গাইবে পাখি, আবার ফুটবে ফুল….
আর কয়েকটা দিন অপেক্ষা নন্দিনী, বিদেশীদের মন্ত্রণায় রাজনীতির কালো মেঘ দূর হলে
বাতাসে লাশের গন্ধ না ভাসলে, দেশটা একটু শান্ত হলেই তোমার অসম্ভব প্রিয় সেই
কচু রংয়ের শাড়ী পরিয়ে তুলে নিয়ে আসবো আমার বাড়ি।
আমার পথ এবার আর কেউ আটকাতে পারবে না নন্দিনী
আমি আসছি, তুমি চোখের পানি মুছে তৈরি থেকো।

0 মন্তব্যসমূহ