নন্দিনী, একা পথ হেঁটে লাভ নেই (১৬)


নন্দিনী
তুমি ভোরের আলো দেখেছো কিন্তু আর্তনাদ শোননি
অপেক্ষার দীর্ঘ রাতে চাঁদের আলো কেন ম্লান হয়ে যায় তাও জাননি।
তোমার দেয়া কষ্টের সদাই বুক পকেটে নিয়ে ঘুরি
পূজোর অর্ঘ্যে মন্ত্র না পড়ে তোমার নামটি শুধু জপি।
বেয়াড়া রাত হেসে লুটোপুটি খায় নিঃসঙ্গ আমায় দেখে
সিলেবাসহীন জীবন কাটে এখন তুমি পাশে নেই বলে।
মোনালিসা মনে করে যার ছবি এঁকেছি আমার হৃদয় পটে
ভুল পথে সে হেঁটে চলে যায় আমায় একলা করে।

নন্দিনী
ছলনা তোমার আগে বুঝিনি উল্টো পথে তাই রথ টেনে চলি
ভাবছি এবার কার্তিকের মঙ্গায় বিকিয়ে দিব কষ্টের ডালি।
কি আর হবে স্মৃতি বুকে একলা পথ হেঁটে
তার চেয়ে এসো দুজন মিলে চিলেকোঠায় রই পড়ে।

0 মন্তব্যসমূহ