এসো গল্প করি নন্দিনী


sad-girl-alone-solitude-150x150
আজ আর কোন কবিতা নয় নন্দিনী
চলো আজ গল্পের পসরা সাজিয়ে বসি ঝুল বারান্দায়
না না কোন রূপকথার গল্পে মাতবো না আমরা
এখন কি আর ওসব মানায় বড় হয়েছি না দু’জনেই।
এখন তো আমরা চাইলেই আকাশ ছুঁয়ে দেখতে পারি
ভালোবাসার ওম ছড়িয়ে দিতে পারি শীতার্থ দুটি হৃদয়ে।
বেঁচে থাকার যতো বস্তাপঁচা গল্প করে চাঁদনী রাতে
চাঁদের বুকে কলঙ্ক এঁকে দিতে চাই না নন্দিনী
কেননা বেঁচে থাকার গল্পগুলো এখন যে বড় একঘেয়েমী লাগে
জানো মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই
গায়ে চিমটি কেটে দেখি আমি বেঁচে আছি না মরে গেছি।
তারচেয়ে চলো এই চাঁদনী রাতে শরীরী ভাষায় গল্পে মাতি
চাঁদের আলো লেপ্টে গায়ে জনকেলি খেলি।
যাবার জন্য ব্যস্ত কেন নন্দিনী, সবে তো রাতের শুরু
এখনো ডাকেনি ডাহুক পাখি, ফোটেনি নাইট কুইন
শুধু শুধু ব্যস্ততা দেখাও কেন শান্ত হয়ে পাশে বসো রাতের গল্প করি।

0 মন্তব্যসমূহ