নন্দিনী

sad-girl-alone-solitude-150x150

নন্দিনী
তুমি তো বন্দিনী নও
তবে কেন কাঁদো ঘরে বসে
কতো দুঃখ আছে তোমার
কষ্টের নোনা জলে বুকটা কি যাচ্ছে ভেসে?
এখনও কি তোমার নির্ঘুম কাটে রাত
আকাশের তারা গুনে
নিশুতি রাতে কথা বলো আনমনে
জেগে থাকা নিশাচর পাতাদের সাথে।

নন্দিনী
আমিও থাকি জেগে
তোমারি মতো করে
আমারও কাটে না তিমির রাত
ঘাটে ভিড়াতে পারি না তরী
বিষম ঝড়ে ছিটকে দূরে পড়ে আছি।

নন্দিনী
তুমি তো বন্দিনী নও
তবে কেন কাঁদো ঘরে বসে?

নন্দিনী
চোখের জল মুছো তুমি
বিশ্বাস রাখো আমার ওপর
যতোই দীর্ঘ হোক তিমির রাত্রি উঠুক যতো ঝড়
ফিরে আসবো আমি তোমার কাছেই
কেউই করতে পারবে না পর।

নন্দিনী
আমার প্রিয় সুহাসিনী
এবার মুখটি তুলে চাও
বাতায়ন পাশে এসে দাঁড়াও।

নন্দিনী
তুমি তো বন্দিনী নও।

0 মন্তব্যসমূহ