সকালের রোদ এবং আমার নন্দিনী (পর্ব-১৪)

sad-girl-alone-solitude-150x150
চেয়ে দেখ নন্দিনী তোমার এলোকেশী রূপে বিমোহিত হয়ে
জানালার কার্নিশে মাথা ঠুকে মরছে সকালের রোদ
নাইট গাউনের হিপার খুলে উঁকি মারছে নাস্তার আপেল
সকালের কাগজটা বর্ণচ্ছটা সংবাদ নিয়ে হাজির হয়েছে দুয়ারে।

চায়ের আসরে ঝড় তুলবে বলে এক নতুন শপথ বজ্রমুষ্ঠি ধরে অাছে
শিথানে তোমার উষ্ণ নিঃশ্বাস সবকিছু পুড়ে করছে ছাই
পৈথানে রাখা জ্বলন্ত নদী মধ্যরাতের মেঘ-বর্ষণেও নিভে নাই।
আবহাওয়া আরো খারাপের দিকে গেলে উঠোনে জুড়ে
দেখা দিবে স্বপ্ন ভাঙ্গা পাখির ডানা।

ওঠো নন্দিনী ওঠো, নগ্ন রোদের শরীর মিশে যাচ্ছে তোমার দেহে
ভালোবাসার বারান্দায় ছড়িয়ে রাখা শস্যকণা খুঁটে খুঁটে খেয়ে ফেলছে অচেনা পাখি
সকালের ঠোঁটে যে উষ্ণ অাদর রেখেছি সেখানে মাকড়সা সংসার পেতে বসবে বলে স্বপ্নের জাল বুনছে
সকালের রোদ আর কিছুক্ষণ পরেই অকাল গর্ভপাত ঘটাবে তীব্র তাপদাহের।

ওঠো নন্দিনী ওঠো।

0 মন্তব্যসমূহ