চল বন্ধুর পথ পাড়ি দিই নন্দিনী (৯)

নন্দিনী,
ইতিহাসের অলি গলি খুঁজে দেখ, পড়ে দেখ প্রতিটি পাতা
তার বাঁকে বাঁকে রয়েছে প্রেমের জন্য অপরিসীম ত্যাগ ও সংগ্রামের ইতিহাস
ইতিহাস বলে ভালোবাসার শেষ পরিণতি অতটা সুখের নয়
জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয়ার মতই তিলে তিলে ক্ষয়ে যায় হৃদয়।
ভালোবাসা ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই পাওয়া যাবে সহজেই
পুতুল খেলাও নয় যে বেলা শেষে ভেঙ্গে ফেলবে মনের অজান্তে
ভালোবাসা দুটি অতৃপ্ত হৃদয়ের মধ্যে মিলনের তীব্র আঙ্খাকা
দুটি অপরিচিত মনের মাঝে সেতুবন্ধন।
কি! ভয় পেয়ে গেলে বুঝি নন্দিনী?
পাগলী মেয়ে, ভয় কিসের? আমি তো তোমার পাশেই রয়েছি
হাত বাড়ালেই তুমি ছুঁয়ে দিতে পার আমায়
আমি যে তোমার প্রতি নিঃশ্বাসে মিশে আছি।
অনেক বন্ধুর পাড়ি দেওয়ার এখনও রয়েছে বাঁকী
সাঁঝ বেলার মঙ্গল প্রদীপ এখনও জ্বালায়নি বাড়ির ঐ ছোট বঁধুটি
ইস্রাফিলের শিংঙায় সহসাই বেজে উঠবেনা করুণ সুর
এর নিশ্চয়তা আমি এখন তোমায় দিতে পারি।
এখনও জ্বলেনি আঁধার রাতে মিটমিট করে জোনাকীর আলো
চন্দ্র এখনও তার স্বরূপে হয়নি আর্বিভূত
ওঠো নন্দিনী ওঠো, চল হাতে হাত ধরি বন্ধুর পথ দেই আজ পাড়ি।

0 মন্তব্যসমূহ