জেগে ওঠো নন্দিনী

চোখ মুছে ঘুরে দাঁড়াও নন্দিনী, কাঁদার সময় যে এটা নয়
কিছুই হারাওনি তুমি অযথাই শুধু করো ভয়,
sad-girl-alone-solitude-150x150
চিত্ত করো পাথরসম দু’চোখে আনো অগ্নি
ঐ নরম হাতে আজ শক্ত করে ধরে রাখো হাতুড়ি।
পুরুষের যত লোভাতুর দৃষ্টি আজ পুড়ে যাক ঐ বহ্নিতে
অত্যাচারের যত স্টিমরোলার হাতুড়ি মেরে দাও গুড়িয়ে।
ওঠো নন্দিনী ওঠো, বেলা যে যাচ্ছে বেড়ে
তুমি না এগোলে দেশটা পিছে পড়ে রবে,
তুমিই তো শেখাবে কেমন করে অবলাদের বাঁচতে হয়
পুরুষের কাঁধে কাঁধ মিলেয়ে কিভাবে সিঁড়ি ভাঙ্গতে হয়।
শুধু সাতপাঁকে বাঁধা জীবন নয় তোমার
জানার আছে আরো বাঁকী
যতোই হাঁটবে পুরুষের সাথে ততোই বাড়বে জানার পরিধি।
জেগে ওঠো নন্দিনী, ঘুমিয়ে থেকো না আর
নিরব থেকো না চিৎকার করে জানিয়ে দাও আজ
তোমরাও মানুষ তোমাদেরও আছে বেঁচে থাকার অধিকার।

0 মন্তব্যসমূহ