নন্দিনী, আমি আজও তোমার অপেক্ষায় আছি (পর্ব-১২)

sad-girl-alone-solitude-150x150
তুমি চলে যাওয়ার পর থেকে আর আকাশ দেখি না নন্দিনী
টুকরো টুকরো স্বপ্নগুলো চলে গেছে বিক্ষিপ্ত মেঘের পেটে
বেসুরো কণ্ঠে জীবনের রঙ্গমঞ্চে আর গাইনি গান।

রূপালী চাঁদের চোখে দেখি অভিমানী কষ্টের শাল বন
আমার দীর্ঘশ্বাসের বিলাপ চলে স্মৃতির তুষার খুঁড়ে খুঁড়ে
নন্দিনী, শুধু তুমি নেই বলে আমি আঁধার কে করেছি সঙ্গি।

তুমি নেই বলে বৃষ্টির তুমুল বর্ষণে ভিজে যাচ্ছে মনের চরাচর
সজীবতায় সিক্ত হওয়া তো দূরে থাক ভেঙ্গে পড়ছে মোর সাজানো বাসর ঘর
জলের দহনে ইচ্ছেগুলো কাঁদতে বসেছে মেঘের সাথে।

পোড়া চোখে আজ পানি নেই জমেছে ধূসর ময়লা
তুমি জান না আজও ঘরের কোণে বাস করা ঐ চড়ুই পাখিরা জানে
আজও আমি কার প্রতিক্ষায় ঠোঁটে বিশ্বাসের বীজ রাখি বুনে।

তুমি যেমন রেখে গেছো তেমনি আছি প্রতিক্ষার প্রহর গুনে
শুধু কষ্টের নোনা স্রোতে ভাসিয়ে দিয়েছি হতাশার সব ঢেউ
তোমার স্মৃতির জমিনে আগাছা জন্মাবে বলে।

0 মন্তব্যসমূহ