ও দিকে যাস না নন্দিনী (১১)

sad-girl-alone-solitude-150x150
ও দিকে যাস না নন্দিনী
পাতানো রয়েছে নীরব মৃত্যুফাঁদ
দরজার ওপাশেই ওত পেতে বসে আছে ভয়াল জমাট অন্ধকার।

ও দিকে গেলেই নিশ্চিত আমি ফেরাতে পারবো না তোকে
ভয়ংকর যতো শূন্যতা সব গ্রাস করবে তোরে,
আকাশের আজ মন ভাল নেই বলে
ব্যথিত জোনাকিরা আশ্রয় নিয়েছে তাদের খুপরি ঘরে।

সময়ের সহজ সমীকরণ বুঝতে পারেনি যারা
মনে রাখিস ইতিহাস তাদের করেনি ক্ষমা।

ও দিকে যাস না নন্দিনী
নিস্তব্ধ নিঃঝুম রাতে দুরাশার স্রোতে ভেসে যাবি
অস্তিত্ব সংকটের কান্নায় বিষাদে ভরবে মন
দীঘল রাতের ঘুম হারানো পাখির মতো হবি।

ও দিকে যাস না নন্দিনী
এই বুকের ছোট্ট ঘরে চুপটি বসে থাক
এখানে ফুটন্ত গোলাপের ছড়িয়ে থাকা লাল পাপড়ির সুবাস পাবি
অজস্র অনুভূতির দুর্লভ ছোঁয়া পাবি।

0 মন্তব্যসমূহ