আবার এসো নন্দিনী (৮)

sad-girl-alone-solitude-150x150
কোজাগরি পূর্ণিমার চাঁদটি ডুবে গিয়েছে সেই কবে
পুরনো তানপুরাটি বেসুরো অবস্থায় পড়ে রয়েছে বড়ই অযত্নে
তুমি আসবে বলে আমার কবিতার দরজা খুলে রেখেছি
নতুন করে আর কবিতার পোস্টমর্টেম করা হয়ে ওঠেনি।

শুধু তোমার জন্যই আমার বিরহী হয়ে বসে থাকা
নতুন করে নয় তুমি আগের মতই ভালোবেসো নন্দিনী
শুধু কলমের খোঁচায় কবিতা লিখে এখন আর মন ভরে না
তোমার শরীরী উষ্ণ ছোঁয়া পেলেই জীবন্ত হয়ে ওঠে মৃতপ্রায় কবিতাগুলো।

তুমি আবার এসো নন্দিনী
আমার কবিতার সমস্ত ভালোবাসা দিব তোমায়
পুরনো সেই তানপুরাটি নিয়েই আবার মাতাল হবো দুজন
কোজাগরি পূর্ণিমার রাতে গাইবো ভালোবাসার গান।

0 মন্তব্যসমূহ