কিছুটা সময় ধার চাইছি নন্দিনী

sad-girl-alone-solitude-150x150



আরও কিছুটা সময় তোমার কাছে ধার চাইছি নন্দিনী
ঘড়ির কাঁটাগুলোকে এখন আস্তে ঘুরতে বলো
দিয়েছো অবশ্য অনেক যতোটুকু আশা করিনি।
আমার স্বপ্নগুলো এখনও শেষ হয়ে যায়নি
শুকনো পাতার মতো মরমর শব্দে চাপা পড়েনি পায়ের নীচে
আমি তো আশাহতদের দলে নেই নন্দিনী, আমি যে তোমার স্বপ্নে দেখা পুরুষ।
অনেক তো সয়েছো লাঞ্চনা, চোখের নোনা জলে নীরবে ভাসিয়েছো বুক
আর কয়েকটা দিন অপেক্ষা, লেখাপড়ার পাঠ চুকিয়েছি মাত্র
চাকুরীর জন্য দরখাস্তও করেছি কয়েক জায়গায়
কথাও বলেছি বেশ কিছু অফিসে তারাও শুনিয়েছে আশার বাণী
চাকুরীটাই এখন শুধু হওয়ার বাঁকী।
নন্দিনী তুমি দেখে নিও সবকিছু ঠিক হয়ে যাবে একদিন
তোমার ঐ দু’নয়নে নোনা জলের বদলে সেদিন দেখা দিবে আনন্দের অশ্রু
মুখে দেখা যাবে আলোর ঝিলিক।
সেই শুভ দিন পর্যন্ত সময় চাইছি তোমার কাছে
তুমি আশায় থেকো, আশায় বেঁধে রাখ বুক নন্দিনী।

0 মন্তব্যসমূহ