যদি ফিরে না আসি ভুলে যেও নন্দিনী (পর্ব-১৩)

sad-girl-alone-solitude-150x150
যদি ফিরে না আসি তবে ভুলে যেও নন্দিনী
অকাল গর্ভপাতে মেরে ফেলো পোয়াতি ভালোবাসা
বিষাদের কান্নায় অনুক্ষণ ভিজে ভিজে আমায় মনে রেখ না
হতাশার ঢেকুর তুলে গায়ে মেখে নিও নীল জোছনা।

মনে করে নিও এ যাত্রাই আমার শেষ যাত্রা
আর কোনদিন দেখা হবে না, একসাথে হাটা হবে না পাশাপাশি
ভালোবেসে যে চাঁদকে নামিয়ে এনেছিলাম তোমার আঁচল তলে
যদি ফিরে না আসি তাকে মিছে বেঁধে রেখ না।
যে ফুল খোঁপায় পড়বে বলে কিনে নিয়েছিলাম টোকাইয়ের হাত থেকে
টোকাইয়ের দেখা স্বপ্নের মতোই শুকিয়ে গেলে ফেলে দিও আমার বিহনে।

আমি তো এখন তোমার পাশে নেই নন্দিনী
তবে কি লাভ মিছেমিছি চাঁদকে কপালের টিপ বানিয়ে
খোঁপায় গোলাপ গুঁজে কি হবে অষ্টাদশী কিশোরী সেজে।

যদি ফিরে না আসি তবে ভুলে যেও নন্দিনী
সাহসের উল্টো পথে রথ টেনে নিও
পুরনো দেয়াল জুড়ে আঁকা কষ্টের বলিরেখা মুছে দিয়ে
ঘুমহারা ক্লান্ত রাতে সোডিয়ামের আলোয় দেখে নিও নিজেকে।
জানালার কার্নিশে বসে মাথা বাড়িয়ে উদাস দৃষ্টি মেলে দিও আকাশপানে
নক্ষত্র ভরা রাতে আনমনে কথা বলো ভরা জ্যোৎস্নার সাথে।

যদি ফিরে না আসি তবে ভুলে যেও নন্দিনী
ঝুল বারান্দায় বসে আর লাভ নেই শিউলির মালা গেঁধে
প্রজাপতির ডানায় উড়িয়ে দিও অপূর্ণ স্বপ্নগুলো
অলস দুপুরে ক্লান্তি ভর করে আসা ভালোবাসা হতে বঞ্চিত করো আমায়।
বোশেখের মাতাল বৃষ্টিতে চৈত্রের খরা মন ভিজিয়ে নিও
ভুল নদীতে ঝাঁপ দিয়ে চোরা স্রোতে ভাসিয়ে দিও ভালোবাসা।

যদি ফিরে না আসি তবে ভুলে যেও নন্দিনী।

0 মন্তব্যসমূহ