ছন্দহীন জীবন

জেনে রেখ নদীও মাঝে মাঝে তার গতিপথ হারায়
উন্মাতাল যৌবনের তেজে ভেঙ্গে দিয়ে যায় সুখের বাতিঘর।
চোখের নোনাজলে সমুদ্র বানালেও লাভ নেই
শান্ত থাকার জন্য লোভনীয় আবেগী চাদর বিছিয়ে দিলেও
সমুদ্র দেবীর বুকের আগুন কমবে না একরত্তিও।
তোমার মতোই মাতাল হাসি হেসে ভাসিয়ে নিয়ে যায় সুখের কলস।

0 মন্তব্যসমূহ