পথ নয় এ যেন মৃত্যুপুরী

যে পথে তুমি চলে গেছো সেই পথ এতো বাঁকা কেন সই?
মুহূর্তের অনলে পুড়ে ব্যাকুল হয় হৃদয়
বেদনার দ্বিপশিখায় জমে যায় বরফের আস্তরণ।
ও পথে ভালোবাসা নেই, সারা পথ জুড়ে দৃষ্টি মেলে দেয় রাতের হায়েনা
জনশূণ্য পথ বাধ্য হয়ে সারি বেঁধে ঢুকে যায় রঙিন ঘোড়ার পেটের ভিতর।
এ পথের শেষ নেই, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে ইচ্ছেরা সব অতীত হয়ে যাবে
জ্যোঁৎস্না ভাসা পথ নয় এখানে অতিদ্রুতই সন্ধ্যা নামে।
যে পথে তুমি চলে গেছো সেই পথ বড়ই দুর্গম সই
দুর্ব্বোধ ভাষায় সে পথে ধরে চলে কথা চালাচালি,
রাতের আলো কেটে গেলেই দেখা মেলে লাশের সারি।
শান্ত শহরের সে পথে বুঝি অপদেবতার চরণধূলি আছে লেগে
মানুষ শুধু নয় এলিয়েন নিজেও হতবাক হয়ে যায় তা দেখে।

0 মন্তব্যসমূহ