কিছু মানুষ তোমার মত

কিছু মানুষ তোমার মতো অচেনা, ছাড়পত্র ছাড়াই চলে যায়
অস্থির স্বপ্নে বিভোর হয়ে মধ্যরাতে জলে চাঁদের চমকানি দেখে
খেরোখাতায় আঁকে বিপরীত জীবনের স্কেচ
থেমে যাওয়া সময়ের বাঁশিতে তোলে বিটোফেনের সুর।
কিছু মানুষ তোমার মতোই স্বার্থপর
বোধের মাঝে উঁচু দেয়াল দিয়ে গিলে খায় দুপুরের রোদ
নিজেকে স্বার্থের চাদরে জড়িয়ে নিঃসঙ্গতা কে নির্বাসনে দেয় পাঠিয়ে
অযৌক্তিক সমীকরণে সুবিধাবাদী সেজে থাকে বসে।
কিছু মানুষ তোমার মতোই বোকা
মান্ধাতার অন্ধকারে রেখে আসে প্রণয়ের যতো আয়োজন
দুঃসময়ের কাছে আত্মসমর্পণ করে খোঁজে সুখের বার্তা।

0 মন্তব্যসমূহ