পথ, আমি এবং বিশ্বাস

আমার কোন সকাল নেই মহাজাগতিক বিষাদে উড়িয়ে দিয়েছি উড়ুক্কু মাছের ডানায়
কষ্টের নোনা জলে ভাসিয়েছি অলস দুপুর
স্নিগ্ধ বিকেল তোমায় দিয়েছি ভাল থাকার জন্য।
কষ্টের অষ্টপ্রহর কাঁধে নিয়ে হেঁটে চলেছি অন্ধকারের দিকে
বিলাসী ইচ্ছের ফর্দ আটকে রেখেছি নগ্ন ল্যাম্পপোস্টের গায়।
মানুষ জানুক, জোছনা হারা রক্তাক্ত রাতে একাকী যুবক
কেন কফিনে করে বয়ে নিয়ে যায় বিশ্বাসের লাশ।
বেশি কিছু চাওয়ার ছিল না আমার
দেউলিয়া চাঁদের আশ্রয়ের জন্য এক টুকরো ভোর চেয়েছি
বিশুদ্ধ হাওয়ায় মুগ্ধ হবো বলে তোমার আঁচলের নীচে
খুঁজেছি বেঁচে থাকার আশ্বাস।
অথচ তুমি স্বার্থের বাঁকা হাসি হেসে চিতায় পুড়িয়ে দিয়েছো বিশ্বাস।
আমার রংচটা জীবনে অপেক্ষাহীন রাতকে সাথী করে তাই পথ চলা এখন।

0 মন্তব্যসমূহ