বিশ্ব মোড়লের মুখে চপেটাঘাত

পশ্চিমের শুয়োরেরা অাবার মানবতার গান গায়
আরব লীগের জারজ সন্তানরা তাতেই বাহবা দেয়।
বুলেটের সামনে নির্ভয়ে দাঁড়িয়ে যায় ফিলিস্তিনের অবোধ শিশু
তারও যে আজ স্বাধীনতার প্রয়োজন।
ওদের মা নেই, মাতৃভূমির ওপর শকুনের ছায়া
কালো ধোঁয়া, রক্ত আর ভাঙ্গা ইট ওদের এখন নিত্য সঙ্গী।
বুকের মাঝখানে বিষ ফোঁড়ার মতন বিভেদের দেয়াল তুলে
তৃপ্তির ঢেকুর তোলে শালা জাতিসংঘ নামের আবর্জনা।
নিন্দা ও যুদ্ধ বিরতির মধ্যে দিয়েই সীমাবদ্ধ থাকে
নিরাপত্তা পরিষদ নামক বিশ্ব শুয়োরের আহ্বান।
যে মুখ দিয়ে তোরা মানবতার গান করিস
ইচ্ছে করে সে মুখে আজ মুতে দিই
মাসিকের পচে যাওয়া ত্যানা দিয়ে বন্ধ করে দিই
জারজ সন্তানের পক্ষে গাওয়া সাফাইয়ের গান।

0 মন্তব্যসমূহ