ভাড়া বিষয়ক

রাতের নিস্তব্ধতাভেদ করে একদিন ঈশ্বর ঘোষনা করলেন
বিস্মৃতির ধূসর জীবনে নিজস্বতা বিসর্জন দিয়ে যারা নির্ভাবনার নরকে
বিলাস-বহুল জীবন যাপন করতে ইচ্ছুক তাদের জন্য স্বপ্ন ভাড়া হবে।
অযত্নের ধূলোয় আঁকা আকাশচুম্বী স্বপ্নগুলো যে কেউ কিনতে পারে
ভোগের উষ্ণতায় যৌনতা খুঁজে বেড়ানো পাকস্থলীতে রাখতে পারে জমা।
জলকুমারীর তপ্ত বুক থেকে যখন বের হবে বিষাদের করুণ সুর
তখন পালক হারিয়ে ফেলা বিবর্ণ শালিকের পিঠে চড়ে
একাকীত্বের সঙ্গী হয়ে আসবে স্বপ্ন সুমধুর।
ভাড়া বিষয়ক বক্তৃতা দিতে যখন ব্যস্ত সময় পার করছেন
বোধিবৃক্ষের নিচে বসে থাকা পূর্বপুরুষ তখন
আমার খন্ডিত কলমের ডগা থেকে চুঁইয়ে পড়ছে অদ্ভুত সাম্যবাদী শাসন।
পিছনে লাশের মিছিল ছুটতে নরকের স্বপ্ন ভাড়া নিতে।
ভাড়া না পাওয়ায় বিবেকহীন বৃষ্টি ঝরাতে ভুলে গেছে বোশেখের মেঘ
অহঙ্কারী ঈশ্বরের বুকে পা তুলে দিচ্ছে দুঃস্বপ্ন চেটে খাওয়া গর্ভবতী রাত।

0 মন্তব্যসমূহ