ধূর্ত শিকারী

অক্ষরহীন রাতে মূর্খ মানব সাবলীল ভাবে মৃত্যু পাঠ করে চলে
বেশ্যার জঠরে বসে করে নিঃশ্বাসের তর্জমা।
আঁধার দাপিয়ে বেড়ানো ঘোড়াকে অমাবশ্যার ভয় দেখিয়ে লাভ নেই
মরা জ্যোৎস্না হাতের মুঠোয়ি নিয়ে তারা এখন ঘুমন্ত পুরীর রাজকন্যাকে জাগাতে ব্যস্ত।
রোদ্দুরের আভা হারিয়ে ফেলেছে বলে বোধের দেয়াল জুড়ে উঁকি মারছে অতৃপ্ত প্রেতাত্মা
রাত্রির প্রেক্ষাপটে জীবন বাঁচানোর তাগিদে প্রসঙ্গ পাল্টিয়ে উল্টা পথে হেঁটে চলে মানব।
আহারের খোঁজে বেরিয়ে পড়ে অষ্টাদশী যুবতী
ওদিকে চন্ডিদাসের মতো ছিপ ফেলে অপেক্ষায় বসে আছে ধূর্ত শিকারী।

0 মন্তব্যসমূহ