যা চাওয়ার ছিল তা পাওয়া হয়নি

ভালোবাসা চেয়েছিলাম উত্তরে বলেছিলে
সম্ভব না, হাতের সব আঙ্গুল সমান নয়।
ভাবনার আয়নায় আমাকে ফেলে দিয়ে
তৃষ্ণার জল নিয়ে চলে গেছো মেঘের বাড়ী।
দীর্ঘশ্বাসের রাতে মরুতারার সাথে
একলা আমায় দাঁড় করিয়ে গেছো পথের মাঝে।
তোমার ভালোবাসার খুনে রক্তাক্ত হতে চেয়েছিলাম
অথচ তুমি উড়নচন্ডি পাখির মতো দুঃখ বিলাসে ডুবিয়ে দিয়ে
অব্যাক্ত অভিমানীর মতো করে চলে গেছো ঝাউবনের পথ ধরে।
নিঃশ্বাসের ঘ্রানে একটু মাতোয়ারা হতে চেয়েছিলাম
তুমি মুখ ফিরিয়ে উল্টো পথে চলেছো হেঁটে
স্বৈরাচারের মতো উল্লাসধ্বনি করে নিষিদ্ধ রাজপথে সাজিয়েছো সংসার ।
বলেছিলাম মেয়ে তুমি আমার কবিতা হও
হৃদয়ের পাতায় পাতায় এঁকে ‍দিব ভালোবাসার রং
বেণী দুলিয়ে আড়চোখে চেয়ে চলে গেছো গলি পথ ধরে।
তুমি কথা রাখনি বলে বৃষ্টি জলে ধুয়ে গেছে অক্ষর
প্রিয় সময়গুলো চলে গেছে নাগালের বাইরে ।

0 মন্তব্যসমূহ