যাওয়া-আসার গল্প

যাচ্ছি!
তুমি যে পথ দেখিয়ে দিয়েছো সেই পথ ধরে
এ পথ সময়ের মূল্য দিতে জানে না
এখানে কারো অতীত নেই, ভবিষ্যতের পোড়া ভাবনাগুলো এখানে এসে থমকে দাঁড়ায়
বর্তমানকে সঙ্গী করে হেঁটে নিয়ে যায় অন্ধকার রাত।
যাচ্ছি!
নীল নদের কোমল যোনীপথ ধরে যে পথে হেঁটে গেছে ফেরাউনের অভিশপ্ত আত্মা
ফিরে আসবো না বলে ফেটে যাওয়া ঠোঁটে ধরে রাখি বিষাক্ত নিকোটিন।
খরস্রোতা নদীর জলে ঠিকানাবিহীন ভেসে যাচ্ছি রাধার আশ্রমের আশায়।
আসছি!
উগ্রগন্ধী মন বারবিকিউর তৃষ্ণা মেটাবে বলে নক্ষত্রের পথ ধরে হাঁটছি।
দারুণ কষ্টের আস্ফালনে আর একবার ভুল নদীতে ঝাঁপ দিতে চাই
ডুবে মরতে চাই মাছিদের মতো করে তোমার মিষ্টান্নের ভান্ডারে।

0 মন্তব্যসমূহ