আঙ্গুল

স্পর্শের উষ্ণতা ভুলে গেছে আঙ্গুল
অনাকাঙ্ক্ষিত জায়গায় ছুঁয়ে দিলেও এখন বের হয় কান্নার রং।
সারা দিনমান ছুটে ছুটে ক্লান্ত হয়ে গেছে যে প্রজাপতি
আঙ্গুলের সহজ ইশারা তার না বুঝারই কথা।
নীল আকাশের মতো নরম অস্তিত্বে আঙ্গুলের স্পর্শে এখন আঙ্গার জ্বালো
আঙ্গুলের ফাঁকে আঙ্গুল জড়িয়ে সহসাই পিষে মেরে ফেলো প্রেম।
আর আমি তপ্ত রৌদ্দুরের নিঃস্বঙ্গতা সাথী করে বোধের আঙ্গুল গুনে গুনে পথ চলি।

0 মন্তব্যসমূহ