ভালোবাসার নির্জনতা

তোমার পুরনো শাড়ীর ভাঁজ খুলে দেখ
প্রতিটি ভাঁজে ভাঁজে আমার ছবি দেখতে পাবে
উরুর বিচিত্র রেখার কোলাহলে আল্পনার যে অদ্ভুদ রং এঁকে দিয়েছি
দেখ শিশির বিন্দুর মতো আজও সেটা জ্বল জ্বল করছে।
আমি যে তোমার পুরনো প্রেমিক।
জল স্রোতের মতো নিঃশব্দে ভেসে ভেসে কাছে এসে
উষ্ণ নাভিমূল থেকে বাতাসে ছড়িয়ে দাও অহঙ্কারী শরীরের সুখ।
গোপন কুঠুরী থেকে মায়াময়ী সিক্ত সমীরে শীতল করে দাও
কামনা তীব্র আগুন জ্বেলে পুড়িয়ে দাও আমার পিপাসিত মন
তৃপ্তির ঢেকুর তুলে মৃগনাভীর সুগন্ধ নিয়ে বের হয়ে যাব।
খুলে রাখ পৌষের রাত্রির অর্ন্তবাস, অপেক্ষার নতুন চাদরে মুড়িয়ে দেখি শরীরের ভাঁজ
পিঙ্গল নাভিমূলে এঁকে দিব ধূর্ত পূর্ণিমার চাঁদ।

0 মন্তব্যসমূহ