কতিপয় মানুষের পরিচিতি

(কৃষক)
মাটিতে লাঙ্গল চষি
মাথার ঘাম পায়ে ফেলি
রোদে পুড়ে কালো হই
তবুও হাসি মুখে রই
যদি ফসল ঘরে তুলি।
(হকার)
আমি করি গলাবাজি
আমি বড় চাপাবাজ
হাটের মাঝে ওষুধ বিলাই
আমি যে বড় ধড়িবাজ।
(রাজনীতিবিদ)
প্রতিশ্রুতি দিতে পারি বড় বড়
পথসভা, জনসভা করি অহরহ
গরীবের ঘরে বসে পান্তা খাই
জড়িয়ে ধরি তারে বুকে
এসবই হল নির্বাচনে জেতার
একটা কৌশল ভায়া ওরে।
(প্রেমিক)
তোমার পিছে ঘুরছি আমি
বাবার পকেট করছি ফাঁকা
লেখা-পড়া গেছে আসমানে উঠে
দেবদাস হতে আজ বড় সাধ জাগে।
(বউ)
বাজার ফর্দটা ধরে দিয়ে হাতে
কটমট করে তাকিয়ে থাকে
ভালবাসাগুলো তখন হয়ে যায় ফিকে।
(বাবা-মা)
সন্তানের মঙ্গল কামনায় কাটে সারাদিন
কি খেলি বাছা, কখন ঘুমাবি,
শরীরের প্রতি যত্ন নিবি।
(ছেলে-মেয়ে)
এখন অনেক বড় হয়েছি
ইচ্ছে করলে ঐ তাল গাছটিও ছুঁতে পারি
বউ হয়েছে, স্বামীও ধরেছি,
বাবা-মা তো বুড়ো হয়েছে
তাদের কথার এখন কি কোন মূল্য আছে?
আর কিছুদিন গেলেই
দিয়ে আসব তাদের বৃদ্ধাশ্রমে।

0 মন্তব্যসমূহ