আহ্বান

এসো আজ অন্যায়ের দেয়াল ভাঙ্গি
ন্যায়ের প্রতিরোধ গড়ি
মিথ্যার দর্পচূর্ণ করে
সত্যকে আজ উপরে তুলি।
এসো দেশ থেকে দূর করি
যতো আছে জঞ্জাল
ভুখা-নাঙ্গা কেউ যেন না থাকে
দেশটা আজ হোক না সমান।
দুর্নীতির ঘন্টা যেন বাজে না এই দেশে
কালো টাকা আর যেন ওড়ে না আর
এই বাংলার আকাশে।
অপরাধীরা পাক সাজা আজ
নিরপরাধীরা পাক ছাড়া
ঘুষের দেশে এই চাওয়া খোদা
আজ ফিরিয়ে দিওনা হাত।
মদ-গাঁজায় তরুণরা আর বুঁদ যেন না থাকে
যেখানে তাঁদের সুন্দর আগামীগুলো
কলিতেই ঝড়ে পড়ে,
যখন তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকে
সেখানে তারা মুখ বুঁজে রয়
কোন দিশা পায় নাকো খুঁজে।
ওরে তরুণ এসো আজ
আগামীর স্বপ্ন দেখি
সমবেত হয়ে আজ একটা সোনার বাংলা গড়ি।
আজ ভুলি ভেদাভেদ, কার কিবা জাত
ভুলে যাই আজ কেবা চন্ডাল, চামার
কেবা হিন্দু আর কেবা মুসলমান
সবাই মিলে এসো আজ ঐক্যের বাংলা গড়ি
ভায়ে ভায়ে হাতটি ধরে সামনে এগিয়ে চলি।

0 মন্তব্যসমূহ