দুঃখ বিলাস

আমি দুঃখ বিলাসী কবি
শুধু দুঃখের সাগরে ভাসি
সুখের দেখা না পাই।
দুখের ঝুড়ি মাথায় করে
ফেরী করে আজ ফিরি
যদিও গো সেটা বিকাতে না পারি।
পতিতার মত আজ নিজেকে বিকাই
একটু সুখের তরে
সুখ সে তো মরীচিকা
দেয় না ধরা ওরে।
সাগর সেচে মুক্তা আনিলাম
পাহাড় ডিঙ্গিয়ে সুখ
শত জিঞ্জির দিয়ে বেঁধেও আজ
আটকাতে না পারি সুখ।
কোথা যেন সে উড়ে উড়ে যায়
বার বার দিয়ে ফাঁকি
তারে কিভাবে আমি বুক পাঁজরে
আটকিয়ে বল রাখি
আমি যে এক দুঃখ বিলাসী কবি।
নষ্টামীরা করে উঁকি ঝুকি
সুযোগ পেলে ছড়িয়ে দেবে
আছে যতো দুষ্টামী,
দুখের দিনে হয় নাকো অভাব
এমন সুযোগ সন্ধানীর।
দুঃখগুলো আজ নেবে নাকি কেউ
দেবে একটু ভালবাসার পরশখানি।

0 মন্তব্যসমূহ