পা হারানো এক কিশোর

এটা হল পা হারা এক কিশোর লিমনের কাহিনী
যে তার একটা পা হারিয়েছে
যারা আইনের রক্ষক তাদের নিষ্ঠুর পৈশাচিকতায়।
কিশোর বেলার দুরন্তপনা, বাবা-মায়ের স্বপ্ন
এখন তার কাছে মৃতের মত মনে হয়,
প্রিয় গরুগুলোকে এখন মাঠে নিয়ে যাওয়া হয় না তার
রাষ্ট্র নামক এক অদ্ভুত যন্ত্রের ষড়যন্ত্রের শিকার হয়ে
সে এখন কৃত্রিম পা নিয়ে হেটে বেড়ায়,
রাষ্ট্রের মানবতা আজ মাথা ঠুঁকে মরে
অগ্নিদগ্ধ আর নিষ্পেষিত হয়ে।
ওরা তোমাকে মারতে চেয়েছিল নিষ্ঠুরতম সন্ত্রাসী নামক সংঙ্গায় সংঙ্গায়িত করে
কিন্তু তুমি আজ মরে না গিয়ে নিজেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছ তাদের বিরুদ্ধে
তোমার ঐ পঙ্গু পা টিকে আজ তাদের সবচেয়ে বড় ভয়
পাছে তুমি বিজয় ছিনিয়ে আনো
তাদের মিথ্যার ফুলঝুড়িকে পরাজিত করে সত্য প্রতিষ্ঠিত কর।
তোমার ঐ একটি পায়ের বদলে
রাষ্ট্রের ষোল কোটি মানুষের বত্রিশ কোটি পা এখন তোমার সাথে
তুমি আজ অন্যায়ে বিরুদ্ধে এক জীবন্ত প্রতিবাদের প্রতীকে পরিণত 
তোমার ঐ ন্যায়ের একটি পা কে জানাই সালাম
স্বশ্রদ্ধ সালাম জানাই লিমন।

0 মন্তব্যসমূহ