প্রতিক্ষার প্রহর

চৈত্রের খরা রোদে পুড়ে যায় হৃদয়
ভাল বাসা! সে তো মারা গেছে
অনেক আগেই পিপাসার্ত হয়ে।
তোমার দর্শন একটু পাব বলে
তোমার পথ পানে চেয়ে ছিলাম
হাজার বছর ধরে
তোমার দেয়া অমৃত রসসুধা পান করব বলে
ঠোঁটের কোণায় এখন আর গ্লাসের ছোঁয়া লাগাই না।
প্রতিক্ষায় কেটে গেছে অনেকগুলো বছর
কিন্তু তুমি আস নি।
মরুভূমিতে হেঁটে চলা উদ্ভভ্রান্ত পথিক জানে
জলের প্রয়োজনীয়তা কি?
এখন আমার ভিতরে আর আমি নেই
এখানে বাস করে অন্য কেউ
সেটা হতে পারে রস-কষহীন কোন মানব
কিংবা অন্য কিছু……….

0 মন্তব্যসমূহ