নিমন্ত্রণ

তোমার নিমন্ত্রণ রইল বন্ধু আমার ছোট্ট গাঁয়ে
আসবে তুমি ধানক্ষেতের ঐ মেঠো পথটি ধরে
চারদিকে যখন দেখবে চেয়ে
নয়নদুটি জুড়িয়ে যাবে
নতুন ধানের মিষ্টি গন্ধে মনটা তোমার রইবে ভরে।
আলো-ছায়া সেথা করিতেছে খেলা
সকাল-সন্ধ্যা বেলা
ধু ধু বালুচর নাইকো কোথাও
আছে শুধু সবুজ-শ্যামলীমায় ভরা
দূর দিগন্তে রঙধনু দেখে হবে যে পাগল পারা।
মাঠে মাঠে সেথা গরু চরে শুধু
রাখাল বাজায় বাঁশি
সে বাঁশির সুর এমনই মধুর
হৃদয় যে তোমার উথলিয়া উঠিবে জানি।
প্রত্যুষে তোমার ঘুম যে ভাঙ্গিবে পাখির কলতানে
হাতটি বাড়ালেই প্রকৃতি তোমায়
কাছে টেনে নিবে ডেকে।
তুমি যাবে ভাই যাবে মোর গাঁয়ে
সেথায় আছে শুধু ভালবাসা বাসি
আর কৃষকের মুখে গান
সূখে-দুখে তারা দাঁড়ায় পাশেতে
সেথায় নাইকো কোন মান-অভিমান।
কামার-কুমোর, ধনী-গরীব সেথা রয় যে পাশাপাশি
হিংসা-দ্বেষ কারো মনে কভু উঠে নাকো জাগি
কুল কুল করে ছোট্ট নদীটি বয়ে চলে নিরবধি
পালতোল ছোট নৌকাগুলো বাঁধা আছে সারি সারি।
মাঝিরা সেথায় ফেলিতেছে জাল
ধরিতেছে মাছ হাসি মুখে
এ মাছ বেছেই তাদের তো ভাই সূখেই সংসার চলে।
গাঁয়ের ও বধূটি কলসি কাখে যখন যায় নদীটির ঘাটে
রিনঝিন শব্দে তার পায়ের নূপুরটি বাজে
সেই শব্দ হৃদযের মাঝে থেকে থেকে বেজে ওঠে।
তুমি যাবে ভাই যাবে মোর গাঁয়ে?

0 মন্তব্যসমূহ