এসো মানুষ হই

মাঝে মাঝে কেন যেন আত্মাটা বিদ্রোহী হয়ে ওঠে
বেরিয়ে আসতে চায় দেহের খাঁচা ছেড়ে
শত জঞ্জাল আজ কলুষিত করে রেখেছে যে তারে
বোব কান্নারা এখন বের হয়ে আসতে চায় স্বশব্দে
যখন মুখ বুঁজে শত অন্যায় নীরবে সয়ে যাই,
মনটা তখন প্রশান্তিতে ভরে ওঠে যখন
কেউ ন্যায়ের পথে চলে
ভালবাসার ঢেউ উথাল-পাতাল করে বুকে
যখন দেখি ভালবাসায় ভরপুর এই ধরাধামে।
মাঝে মধ্যে কেন যেন মনের ভিতর থেকে
পশু ভাবটি উকিঁ দেয়
হিংস্র হয়ে উঠতে চায় বার বার
খুবলে-খাবলে নষ্ট করে দিতে চায়
এই নশ্বর বিশ্বটাকে।
অনেক কষ্টে থামাই তারে, বুঝাই
হিংস্রতা দিয়ে কিছু দমন করা যায় না বরং
ভালবাসা ঢেলে দিতে হয় উজাড় করে
তবেই না হব আমরা মানুষ।

0 মন্তব্যসমূহ