মাহে রমজান

আত্মশুদ্ধির মাস এলোরে
সংযমেরই মাস
খোশ আমদেদ মাহে রমজান।
আছেন যতো পাপী-তাপী
ক্ষমা চাও আজ হাতটি তুলে
চোখের জলে বুক ভাসাও আজ
আল্লাহ্ আল্লাহ্ রব তুলে।
রহমত আর মাগফিরাতের মাস যে এটা
তুমি নাজাত পাবে এই মাসে,
ধনী-গরীব এই মাসেতে
দাঁড়িয়ে যায় এক কাতারে।
এমন একটি মাস পেয়েও যে
অবহেলা দিন কাটায়
তার মতো আর অভাগা কে আছে রে এই ধরায়।
বরকতময় এই মাসে যে বরকতের নেইকো শেষ
প্রতিটি নেক কাজেতে সত্তুরগুন সওয়াব পাবে,
তাসবিহ্-তাহলিল, কুরআন তিলওয়াত
আর নামাজ পড়ো বেশি বেশি
দান-খয়রাতের পাশা-পাশি।

0 মন্তব্যসমূহ