তুমি আমার

তুমি আমার
শিব রাত্রির সলতে
সবে ধন নীলমণি
তোমায় পেতে অগ্নিপরীক্ষা
দিতে পারি আজ আমি,
অনুরোধে পারি ঢেঁকিও গিলতে
শুধু তুমি যদি থাক রাজি।
আমার আধাঁর ঘরের মানিক তুমি
দিওনা আর অন্তর টিপুনী
দেখিও না আর কোন অজুহাত তবে
অথই জলে তলিয়ে যাব আমি,
ভেবে নেব তখন সেটা ছিল
আমার অদৃষ্টের পরিহাস।
অঘটন-ঘটন-পটিয়সী নও তুমি
নও হৃদয়হীনা নারী
আমার এ বেদন তুমিই বুঝিবে
আর বুঝিবে অন্তর্যামী।

0 মন্তব্যসমূহ