পুড়ি অন্তর দহনে



ভালোবাসায় এখন পচন ধরেছে
নষ্ট করেছে হৃদয়
ভালোবাসা আজ হয়েছে মেকি
পথভ্রষ্ট পথিক হয়েছি আমি।
ফুল তুলিনি,কাঁটা তুলেছি
হৃদয়ে হানছে ব্যথা
ফুলের বদলে হাতে যে এখন
শরাব পায় গো শোভা।
রাতে ঘুম নেই তারাগুনে থাকি
জ্যোস্নার সাথে করি মাখামাখি,
সখ্যতা করি আধাঁরের সাথে
দিনের আলো চোখেতে লাগলে
ভীষণ জ্বালা করে।
এ কেমন প্রেম, ভালোবাসা সখি
অন্তর দহনে নিত্য পুড়ে মরি,
জ্বলে পুড়ে যাই, ছারখার হই
আফসোস তাতে নাই
যদি তোমার ঐ বদন দেখি।

0 মন্তব্যসমূহ