একটু খানি ভাবো

ভবনটা করে নড়বড়
বুকটা করে ধড়ফড়
কখন যে কি হয়,
জীবনটা হাতে নিয়ে
অফিসের ডেক্সে বসে
ভাবতেই দিনগুলো হয়ে যায় ক্ষয়।
দুই নম্বরী ব্যবসা করে
ভূঁড়িটা ‍উচুঁ করে
মানুষের জীবনটারে করেছো নয়-ছয়,
আকাশচুম্বি ভবন করেছো
ভিক্তিটা দাওনি ততো
টাকাই তুমি দেখেছো বেশি
মানবকে ভেবেছো নিকৃষ্ট।
মানুষের জীবন নিয়ে
খেল না এমন খেলা
বিধাতার কাছে গেলে
হিসাব যে দিতে হবে,
সেদিন দর্প তোমার চূর্ণ হবে
কিছুই যে করার থাকবে না।

0 মন্তব্যসমূহ